ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক করেছে দেশটির ফেডারেল সরকারের আধা সামরিক বাহিনী।
আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
মঙ্গলবার ইমরান খান তার বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলার জামিন নিতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। সেখানে আদালত প্রাঙ্গণ থেকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা তাকে হেফাজতে নেয়।
ইসলামাবাদ পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজি) আকবর নাসির খান এক বিবৃতিতে ইমরানকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে আকবর জানান, ইসলামাবাদের পরিস্থিতি ‘স্বাভাবিক’, তবে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং শৃঙ্খলা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এরপর তাকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।







