স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার গভীর রাতে ঢাকার মগবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া।
তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষনিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন শেখ জামাল।
ঢাকার বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টারদের নিয়ে গঠিত সংগঠন ডিআরইউ’র ২০১৬ সালে সভাপতি জামাল উদ্দীনের ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ জামাল।
সর্বশেষ দৈনিক মানবকণ্ঠে জ্যেষ্ঠ্য প্রতিবেদক হিসেবে কাজ করা শেখ জামাল বর্তমানে “দৈনিক মুখপাত্র” নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।









