জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার দায় স্বীকার করেছেন অভিযুক্ত আততায়ী তেতসুয়া ইয়ামাগামি। হত্যাকাণ্ডের তিন বছর পর আদালতে তিনি নিজেই স্বীকার করেন যে, সবকিছুই সত্য।
আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার আদালতে ইয়ামাগামি সংক্ষিপ্তভাবে বলেন, “সব অভিযোগই সত্য”। এর মাধ্যমে তিনি হত্যার দায় স্বীকার করেন।
৪৫ বছর বয়সী ইয়ামাগামির বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের জুলাই মাসে নিজ হাতে তৈরি একটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তিনি শিনজো আবে-কে গুলি করে হত্যা করেন।
সেদিন জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে নির্বাচনী প্রচারণার সময় প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটে, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আবে ছিলেন জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।
ঘটনার পর থেকেই ইয়ামাগামিকে পুলিশি হেফাজতে রাখা হয়। তদন্তে জানা যায়, তিনি আবের প্রতি ক্ষুব্ধ ছিলেন কারণ তিনি মনে করতেন আবে একটি ধর্মীয় সংগঠনকে সমর্থন দিচ্ছিলেন, যেটির কারণে তার পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।









