ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রাম। ক্ষুব্ধ মানুষের বিক্ষোভে নগরীর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিল এলাকার বাসভবনে হামলা চালায়। তারা বাড়ির সামনে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে তারা কার্যালয়ের ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিন পুলিশ সদস্যসহ অন্তত ৫ থেকে ৭ জন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।









