সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার রাত ১১টায় রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত নিয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ সদর আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।









