খিলগাঁও থানায় দায়ের হওয়া ছাত্রদল নেতা হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই মামলায় জাসদ সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। আশুলিয়ায় হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় ঢাকা জেলার বহিষ্কৃত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।








