জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১০ই জুলাইয়ের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে আগে গ্রেপ্তার হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামসহ ৪ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে, আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যে পুলিশ কনস্টেবল আমির হোসেনের গুলি করার প্রমাণ তুলে ধরা হয়েছে।








