বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন, ঐতিহ্যগতভাবেই বন বিভাগ দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত বনবিভাগের বিভিন্ন প্রকল্পের কারণে বন ও বনবাসীদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
বুধবার (৯ আগস্ট) টাঙ্গাইলের মধুপুরের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বনবাসীদের সবচেয়ে বড় সমস্যা হলো ভূমির সমস্যা। আইএলও কনভেনশন বাস্তবায়িত হচ্ছে না। ৫০ বছর ধরে এই সমস্যা সমাধানের আন্দোলন চলছে। ক্ষুদ্র নৃগোষ্ঠি লোকজনেরা দাবি জানিয়ে আসছে। আজও ভূমি সমস্যা সমাধানের কোন পথ বের হয়নি। খুব চমৎকার একটি আইন বৃটিশ তৈরি করে গেছে। পাকিস্তান সেই আইন আরও শক্তিশালী করেছে। বাংলাদেশ সেই আইন তাদের হাতেই (বন বিভাগের) তুলে দিয়েছে। পার্বত্য অঞ্চলে শান্তিচুক্তি হলেও আজ অবধি ১০ ভাগও বাস্তবায়িত হয়নি।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এ মৃ, ক্ষুদ্র নৃগোষ্ঠি নেতা থিওফিল নকরেক, গৌরাঙ্গ বর্মণ, লিয়াং রিসিল, ভরত চন্দ্র বর্মণ, প্রলয় নকরেক, জাসিন্তা নকরেক, অর্চনা নকরেক, মি. প্রবীণ এন, কে বর্মণ, জয় যেত্রা, এপ্রিল পৌল মৃ, রঞ্জিত নকরেক, রেভা মধুনাথ সাংমা প্রমূখ।
অপরদিকে উপজেলার পীরগাছা সেন্ট পৌল্স উচ্চ বিদ্যালয়ে বেশকয়েকটি সংগঠন যৌথভাবে বিশ্ব আদিবাসী দিবস পালন করে। এতে সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি উইলিয়াম দাজেল। প্রধান অতিথি ছিলেন শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইয়াকুব আলী।
উভয় অনুষ্ঠানেই ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের সাংস্কৃতিক কর্মী ও লোকজন মিলে নেচে গেয়ে শোভাযাত্রার মাধ্যমে দিবসটি উদযাপন করেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিভিন্ন সময়ে নিহত গারো নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা ও বিশেষ প্রার্থনা করা হয়।







