পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতে যাচ্ছেন। ফরেন অফিস কনসালটেশনের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে ভারত যাচ্ছেন তিনি। আগামী ২৪ নভেম্বর দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সাথে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বৈঠকের কথা রয়েছে।
মাসুদ বিন মোমেন আগামীকাল ২৩ নভেম্বর দিল্লি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। দুই সচিবের ফরেন অফিস কনসালটেশন ছাড়াও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত অনাবাসিক রাষ্ট্রদূতদের সাথেও বৈঠক করবেন তিনি।
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে এটি হবে শেষ বৈঠক। যে কারণে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বৈঠকে বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি, নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ তিস্তা পানি বণ্টনের মতো অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও ধারণা করছেন অনেকে।







