বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্রের কারণে রাজনীতির আকাশেও মেঘ ধরেছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আকাশের মেঘ আকাশেই উড়ে যাবে।
সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
মো. শাহজাহান বলেন, বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সাথে আছে। শুধু বিএনপি নয়, জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিবে।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্রগ্রাম বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, পৌর বিএনপির আব্দুল মতিনসহ দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।









