ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, ইরানসহ অন্যান্য দেশের এফএমদের সাথে এই সম্মেলনে যুক্ত হয়েছেন তিনি।
দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে ওমানের রাজধানী মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই দুই শীষ নেতার বৈঠক হবে।
বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে জয়শঙ্করের বৈঠকটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কেননা সম্প্রতি মোদি এবং ড. ইউনূস নেতৃত্বাধীন সরকারের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। এছাড়াও ওয়াশিংটনে মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময়ও প্রসঙ্গটি উত্থাপন করা হয়েছে।
শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত তাদের উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ইউনূস সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। দাবি করেছে, ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক বিবৃতি দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করছে।
গত ছয় মাসে ভারতের সঙ্গে সম্পর্কের অস্থিরতা তৈরি হয়েছিল উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘কিন্তু এখন আমরা দ্বিপাক্ষিক সমঝোতামূলক সম্পর্ক তৈরি করতে পেরেছি। পরিবর্তনের সাইডইফেক্ট আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক সঠিক পথেই আগাচ্ছে।’
এই অবস্থার মধ্যে মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে।









