ফিলিস্তিনের বিপক্ষে আগামী ২১ ও ২৬ মার্চ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবে ক্যাম্প করবে লাল-সবুজের দল। ক্যাম্পের জন্য ২৬-২৮ জন খেলোয়াড়কে প্রাথমিক স্কোয়াডে ডাকা হতে পারে বলে জানান হাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ দলের কোচ দলে কয়েকজন নতুন মুখ থাকার ইঙ্গিতও দিয়েছেন।
বাফুফে ভবনে রোববার জাতীয় দল কমিটির সভায় ক্যাবরেরা উপস্থিত ছিলেন। জাতীয় দলে নিয়মিত খেলা কয়েকজন ফুটবলারকে নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তারা নিজ ক্লাবে পর্যাপ্ত সময় মাঠে খেলার সুযোগ পাচ্ছেন না।
‘কিছু খেলোয়াড় আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তারা পর্যাপ্ত খেলার সময় পাচ্ছে না, যা কিছুটা উদ্বেগের বিষয়। আমরা অবশ্যই জাতীয় দলের খেলোয়াড়দের বিপিএলে যতটা সম্ভব্বেশি সময় ধরে খেলতে দেখতে পছন্দ করব। যদিও এটা ক্লাবগুলোর কোচের সিদ্ধান্ত। আমরা ব্যাপারটা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারি।’
এএফসি এশিয়ান কাপের চলতি আসরে নকআউট পর্বে খেলেছে ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের দলটির প্রতি সমীহ রেখে বাংলাদেশ কোচের ভাষ্য, ‘ফিলিস্তিনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার লক্ষ্য পূরণের উদ্দেশ্য থাকবে। আমরা মনে করছি, লেবাননের চেয়ে তারা শক্তিশালী হবে। তারা এশিয়ান কাপে দুর্দান্ত ছিল। শক্তিশালী দলের বিপক্ষে ইতিবাচক ফলাফল অর্জন করেছে।’
‘তবে আমরা বিশ্বাস করি, যদি আমাদের সঠিক অনুশীলন ক্যাম্প থাকে, তবে কিছু অর্জন করতে পারব। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আমরা জানি, লেবাননের বিপক্ষে যে পারফরম্যান্স করেছি, তা সম্ভবত ফিলিস্তিনের বিপক্ষে যথেষ্ট হবে না। তাই আশা করি আমরা ভালো কিছু পেতে পারি।’
‘লেবাননের চেয়ে ফিলিস্তিনের বিপক্ষে আমাদের চ্যালেঞ্জ বেশি থাকবে। যখন আমরা ঘরের মাঠে খেলব, তখন আমাদের সুবিধা থাকবে এবং ফিলিস্তিনের কাছ থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নেয়া সম্ভব হবে।
ফিলিস্তিনের অনুরোধে তাদের বিপক্ষে আগে অ্যাওয়ে ম্যাচ খেলবে ক্যাবরেরার শিষ্যরা। ইসরায়েলের সামরিক অভিযানের কারণে অ্যাওয়ে ম্যাচটি ফিলিস্তিনের বদলে জামাল ভূঁইয়ারা কুয়েতে খেলবে। আগামী ২ মার্চ সৌদির পথে রওনা দেবে জামাল ভূঁইয়ারা। এরপর ১৭ মার্চ ক্যাম্প শেষ করে কুয়েতে যাবে বাংলাদেশ দল।







