টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে দারুণ উচ্ছ্বসিত ক্রিকেট দুনিয়া। বাদ নেই জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারও। ফাইনাল শুরুর আগে জানিয়েছেন নিজের মতামত, বলেছেন শিরোপা উঁচিয়ে ধরার সম্ভাবনা ভারতেরই বেশি।
এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক এ কোচ বলেছেন, ‘পুরো আসরজুড়ে সাউথ আফ্রিকা এবং ভারত অসধারণ দক্ষতা এবং ধারাবাহিকতা প্রদর্শন করে এসেছে। সাউথ আফ্রিকা নিজেদের অসাধারণ প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে এবং ভারত পুরোটা সময় আধিপত্য বিস্তার করে এসেছে।’
‘আমার বিশ্বাস আছে, দুদলেরই ভালো গভীরতা ও অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তাদের পুরোটা পথ পাড়ি দিতে হবে। এখানে বেশ সেয়ানে সেয়ানে লড়াই হবে। তবে আমার বিশ্বাস, ভারত এ যাত্রায় উতরে যাবে এবং দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরবে।’
বার্বাডোজের ব্রিজটাউনে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলতে চলেছে সাউথ আফ্রিকা। সেদিক থেকে এগিয়ে রোহিত শর্মার দল।









