গত মঙ্গলবার লডারহিলে বৃষ্টির তোপে ভেস্তে গেছে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফ্লোরিডায়। শুক্রবার স্থানীয় সময় সকাল দশটা থেকে বৃষ্টি থামলেও এখনও টস হয়নি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের। মাঠের পরিস্থিতি বিবেচনায় শঙ্কাও রয়েছে ম্যাচটি না গড়ানোর। এতে কপাল পুড়তে পারে পাকিস্তানের।
যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। সুপার ওভারে ম্যাচটি হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারে ৬ রানে। তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেলেও ২ পয়েন্ট নিয়ে টেবিলে পিছিয়ে আছে দলটি। তিন ম্যাচে তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের। দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। আইরিশদের বিপক্ষে যুক্তরাষ্ট্র জয় পেলে কিংবা ম্যাচ বাতিল হলে সুপার এইটে সরাসরি পা রাখবে সহ-আয়োজক দেশটি। তাতে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও লাভ হবে না পাকিস্তানের।
শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়ানোর কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়াল্যান্ড ম্যাচ। তবে এখনও গড়ায়নি টস।
সবশেষ পরিস্থিতি অনুযায়ী, বৃষ্টি থামলেও এখনও খেলার উপযোগী হয়ে ওঠেনি মাঠ। তাছাড়া আকাশ পরিষ্কার রয়েছে লডারহিলে। আশা করা হচ্ছে, পরবর্তী সময়ে বৃষ্টি না নামলে ওভার কমিয়ে হলেও গড়াবে লড়াই।
যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ গড়ালেও পাকিস্তানের পরবর্তী ম্যাচও একই মাঠে। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আইরিশদের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা।









