টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দা শহর। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দেওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদসংস্থা গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া রাজধানী রিয়াদসহ মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
আগামী মঙ্গলবার পর্যন্ত আরও চারদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আবহাওয়া বিভাগ সতর্কতা জারির পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে। চারদিনে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।
পবিত্র নগরী মক্কা এবং এটির আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে বৈরী থাকতে পারে। টানা বৃষ্টির কারণে মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় বন্যায় রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন।
বেশ কিছু এলাকায় বৃষ্টি এখনও থামেনি। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যেন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়।









