এম এ সালাম: গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। ধলাই নদীর বাঁধের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের তিনটি পুরোনো ভাঙন দিয়ে জনপদে পানি প্রবেশ করছে।
ধলাই নদীর ভাঙনে মৌলভীবাজার-শমসেরনগর সড়কের ছয়কুট এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, হাকালুকি হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি ঢুকেছে। অনেক এলাকার গ্রামীণ রাস্তা তলিয়ে গেছে। বাড়িঘরে পানি প্রবেশ করেছে।
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয় সূত্র জানিয়েছে, জেলার মনু, কুশিয়ারা ও জুড়ী নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ৪৭টি ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত হয়েছে। এতে প্রায় পৌনে তিন লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। প্রশাসন ২০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে। এসকল আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত ১ হাজার ৫১৩টি পরিবার আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন থেকে বন্যা পরিস্থিতির ওপর সতর্কতামূলক দৃষ্টি রাখা হচ্ছে।









