যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে। এ দফায় বন্যার আশঙ্কা থেকে মুক্ত হচ্ছে যমুনা পাড়ের মানুষ। তবে পানি কমলেও জেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বানভাসি মানুষের দুর্ভোগ এখনো কমেনি।
গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার পানি কমে এসেছে। জেলা প্রশাসন বলছে, নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে পানিবন্দী এলাকা থেকে পানি নামতে শুরু করবে, তবে পুরোপুরি পানি নেমে যেতে বেশ কিছুদিন সময় লাগবে।
প্রায় একমাস পানিবন্দী থাকায় শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বসতবাড়ি, হাট, বাজার, রাস্তা-ঘাট, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসি পরিবার। এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।







