Advertisements
নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কমছেনা পানি। এখনো তলিয়ে আছে পথ-ঘাট, ঘরবাড়িতে পানি থাকায় এখনো আশ্রয় কেন্দ্রে আছে মানুষ। তবে খাবার সংকট রয়েছে। বিশেষ করে দুর্গম গ্রামীন এলাকা যেখানে নৌকা ছাড়া যোগাযোগ করা যায় না সেখানে কোনো ত্রান সহায়তা পৌছায়নি।








