আন্তর্জাতিক এয়ারবাস বিমান সংস্থার অন্তত ৬ হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, তীব্র সৌর বিকিরণ অনবোর্ড ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে সমস্যা সৃষ্টি করতে পারে। এতে বিশ্বের বিভিন্ন এলাকায় ভ্রমণে বিলম্ব হচ্ছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রধান প্রভাব পড়েছে এ৩১৮, এ৩১৯, এ৩২০ ও এ৩২১ মডেলের বিমানে। অধিকাংশ বিমানে সমস্যা তিন ঘণ্টার সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা যাবে। তবে পুরনো ৯০০টি বিমানে কম্পিউটার প্রতিস্থাপন প্রয়োজন, যা শেষ না হওয়া পর্যন্ত যাত্রী পরিবহন সম্ভব হবে না।
যুক্তরাজ্যে বিমানবন্দরে কিছু ঝামেলা দেখা দিয়েছে। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর ‘কিছু ব্যাঘাত’ জানালেও হিথ্রোতে কোনো ফ্লাইট বাতিল হয়নি। এয়ারফ্রান্সের প্যারিস হাব থেকে ৫০টি ফ্লাইট বাতিল হয়েছে। যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের ৩৪০টি বিমান প্রভাবিত হয়েছে, ডেলটা জানিয়েছে প্রভাব সীমিত।
এয়ারবাস সমস্যার বিষয়ে ক্ষমা প্রার্থনা করেছে এবং সফটওয়্যার আপডেটের কাজ জোরদার করেছে।









