রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাবটি নতুন মৌসুমে প্রথম পয়েন্ট হারিয়েছে। শেষ বাঁশির পর কোচ হ্যান্সি ফ্লিক হতাশা লুকানোর চেষ্টা করেননি।
রোববার রাতে কাতালুনিয়ান ক্লাবটি ভায়েকানোর মাঠে ১-১ ব্যবধানে ড্র করে। বার্সা শুরুটা জোরাল করেছিল এবং পেনাল্টি থেকে এগিয়ে যায়। রায়ো পাল্টা আঘাত করায় লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। কর্নার থেকে ভালোভাবে ফারান পেরেজ সমতা ফেরান। ম্যাচ শেষে ৬০ বর্ষী জার্মান কোচ দুঃখ প্রকাশের পাশাপাশি গোলরক্ষকের প্রশংসা করেছেন।
‘আমাদের তীব্রতার অভাব ছিল এবং আমরা ভুল করেছি। আরও ভালো করতে পারতাম। বলটা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। আমাদের দ্বিতীয় গোলটিও হয়েছিল। রায়ো দুর্দান্ত খেলেছে। আমার দলের উপর খুশি নই। আমাদের পরাজয়টি মেনে নেয়ার মতো না।’
‘ভিএআরকে কাজ করতে হবে। আমি জানি না আমাদের সেসময় কী করা উচিত ছিল, কিন্তু আমরা এ ব্যাপারে কিছুই করতে পারিনি। এটি অজুহাত হিসেবে গণ্য করা উচিত হবে না। আমরা শেষপর্যন্ত ভুল করেছি এবং খারাপ খেলেছি, এটি আমাদের ভুগিয়েছে।’
বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া সম্পর্কে ফ্লিক বলেছেন, ‘সে দারুণ কাজ করেছে। আমর আগে থেকেই ধরণা ছিল এটা। অবশ্যই বলবো যে হুয়ান গার্সিয়া দুর্দান্ত খেলা দেখিয়েছে। তার উপর খুব খুশি। কারণ সে রায়োর নিশ্চিত গোলগুলো ঠেকিয়ে দিয়েছে। সে খুব দ্রুত, বল এবং পোস্টের মধ্যে খুব ভালো খেলে, সে ম্যাচে কোন ভুল করেনি।’









