সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমিতে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। মিডফিল্ডার গ্যাভি ও উইঙ্গার লামিন ইয়ামালের গোলে টানা তৃতীয়বার ফাইনালে উঠল দলটি। জয়ে দারুণ খুশি কোচ হ্যান্সি ফ্লিক।
সুপার কাপের সবচেয়ে সফল দলটির হয়ে প্রথম গোলের সূচনা করেন গ্যাভি। ১৭ মিনিটে গোলের পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চোট থেকে ফেরা ইয়ামাল। ১৪ শিরোপা জেতা বার্সা ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা মায়োর্কার বিপক্ষে।
ফাইনাল নিশ্চিতের পর ইয়ামালকে নিয়ে ফ্লিক বলেছেন, ‘সে চোট থেকে ফিরেছে। আমাদের কিছুটা পরিবর্তন করতে হয়েছিল। ৬০-৬৫ মিনিটের মধ্যে তাকে আমাদের পরিবর্তন করতে হতো, এটা নিশ্চিত ছিলাম।’
‘আমি খুব খুশি এবং আমরা ২-০তে জিতেছি, যা আমাদের জন্য ভালো। আমরা ফাইনালে পৌঁছে গেছি, যা আমাদের লক্ষ্য ছিল। আমরা কোনো গোল হজম করিনি, এটাও আমাদের খুশির কারণ। দল ভালো পারফরম্যান্স করায় আমি খুশি। আজকে এমনদিন আমাদের প্রাপ্য ছিল।’









