নিউইয়র্ক সিটিতে বাস করা বেশ ব্যয়বহুল, বিশেষ করে অ্যাপার্টমেন্টগুলো উচ্চমূল্যের ভাড়ার জন্য পরিচিত। এরপরও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বেডরুম ছাড়া একটি ফ্ল্যাটের ছবি, যার ভাড়া সাড়ে ৫ লাখ টাকা।
শনিবার ২২ জুন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, থাকার জন্য আলাদা কোনো বেড়রুম নেই, কিন্তু এই ছোট্ট ফ্ল্যাটটির ভাড়া সাড়ে ৫ লাখ টাকা।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি, একটি ছোট আকারের বেডরুম-কম অ্যাপার্টমেন্টের একটি ভিডিও অপ্রত্যাশিতভাবে উচ্চ ভাড়া দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খুব অল্প জায়গা নিয়ে নিউ ইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্ট দেখানো হচ্ছে। রিয়েল এস্টেট এজেন্ট ওমের ল্যাবক ইনস্টাগ্রামে এই ম্যানহাটন অ্যাপার্টমেন্টের ভিডিওটি শেয়ার করেন। আর বলা হচ্ছে বাসাটি ভাড়া ৪ হাজার ৬৯৫ ইউএস ডলার, যা বাংলাদেশী টাকায় সাড়ে ৫ লাখ টাকার বেশি।
ক্যাপশনে তিনি লিখেন, ‘এখানে ঘুমানোর কথা ভাবা যায় না, হাহা।’
ফ্ল্যাটটিতে ঘুমানোর জন্য একটি ‘স্লিভ লফট’ একটি বাথরুম এবং একটি ছোট খালি জায়গা রয়েছে, যা দ্বিতীয় বসার ঘর বা অফিস হিসেবে কাজ করতে পারে।
ভিডিওর নিচে একজন ‘এই জায়গাটি আগুনের ফাঁদ’ বলে মন্তব্য করেন।









