পাকিস্তান দাবি করেছে, ভারতের চালানো সামরিক অভিযানের পাল্টা জবাবে দেশটির সশস্ত্র বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একই সঙ্গে কয়েকজন ভারতীয় সেনাকে আটক করা হয়েছে।
আজ (৭ মে) বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানান, আমাদের প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। আকাশসীমা লঙ্ঘনের জবাবে আমরা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছি।
তিনি জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পাঁচটি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।
এই বিষয়ে ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে আগেই এক বিবৃতিতে ভারত জানায়, পাকিস্তানের অভ্যন্তরে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালানো হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতের পর কোটলি, বাহাওলপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় চালানো এই হামলায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহতের খবর পাওয়া গেছে। পাকিস্তান সরকার ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে।









