ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ নারী হকি দল। ওমানের সালালায় ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে আলো ছড়িয়েছেন অর্পিতা পাল। টুর্নামেন্টে ২০ গোল করা বিকেএসপির শিক্ষার্থী জিতেছেন সর্বাধিক গোলদাতার পুরস্কার।
ইন্দোনেশিয়ার বিপক্ষে হেরে লাল-সবুজের দল আসর শুরু করে। পরে চাইনিজ তাইপের বিপক্ষে ১০-৫, ইরানের বিপক্ষে ৯-৩ এবং ওমানের বিপক্ষে ৯-২ গোলের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
টানা তিন ম্যাচে জয়ের পর হংকংয়ের কাছে ১০-৭ গোল ব্যবধানে হারে টিম টাইগ্রেস। ফলে কাটতে পারেনি সেমিফাইনালের টিকিট। সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের কাছে অর্পিতা-আইরিনরা ৮-৫ গোলে হারেন। মেয়েদের দশ দলের আসরে অষ্টম স্থানে থেকে বাংলাদেশের যাত্রা শেষ হয়।







