Advertisements
বুধবার রাত থেকে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে। চলতি শীতের মাঘ মাসে এটিই প্রথম বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি থেমে গেলে শুক্রবারের পর থেকে রাতের তাপমাত্রা কমলেও দিনে তাপ বাড়বে। আর এতে আগের মত কনকনে শীতের অনুভূতি হবে না। মৃদু মাত্রার শৈত্য প্রবাহ বইবে উত্তরের বিভিন্ন জেলায়।






