চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। সফল এই চাঁদ অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েট ইউনিয়ন এবং চীনের পরে চাঁদে অবতরণের চতুর্থ দেশ হিসেবে ভারত নিজের নাম লিখিয়েছে। চাঁদের অবতরণের পর চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ছবিগুলো ধারণ করে। এখন সেই ছবিগুলো গণমাধ্যমসহ বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মানুষ ছাড়া চন্দ্রযান-৩ ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করে। তারপর থেকে ল্যান্ডার বিক্রম একের পর এক চাঁদের দুর্লভ ছবি পাঠিয়ে যাচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি লাইভ সম্প্রচারে চন্দ্রযান-৩ এর অবতরণকে একটি বিজয় হিসাবে ঘোষণা করেছেন। তিনি বলেন, “এই আনন্দের উপলক্ষ্যে আমি বিশ্বের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে চাই, ভারতের সফল চাঁদ অভিযান শুধু ভারতের একার নয়। এই সাফল্য সমগ্র মানবতার।”











