সৌদি আরবে নারীদের জন্য রয়েছে একাধিক বিধিনিষেধ। যা মেনে না চললে রয়েছে নানা ধরনের শাস্তির বিধান। তবে এবার সেই বিধিনিষেধের বেড়াজাল ভেঙে সাঁতারের পোশাকে নারীদের প্রথম ফ্যাশন শো আয়োজন করল সৌদি আরব।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা কাশ্মিরিয়াত জানিয়েছে, এক দশকেরও কম সময় আগে সৌদি আরবের নারীদের শরীর ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক ছিল। এখন দেশটি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এই আয়োজনকে সংস্কারের পথে দেশটির এক ধাপ এগিয়ে যাওয়া বলে মনে করছেন অনেকেই। দেশটির এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহল।
জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার ১৭ মে সৌদির পশ্চিমাঞ্চলের উপকূলের পাশে অবস্থিত সেন্ট রেগিস রেড সি রিসোর্টে আয়োজিত হয় এই ফ্যাশন শো। রিসোর্টের সুইমিং পুলের পাশে আয়োজিত এই ফ্যাশন শোতে মরক্কোর পোশাক নকশাকার ইয়াসমিনা কানজালের নকশা করা লাল, গোলাপি, সবুজ, কমলা, নীলসহ নানা রঙের সাঁতারের পোশাকে একে একে হাজির হন নারী মডেলরা।
ইয়াসমিনা কানজাল বলেন, এটি সত্যি যে সৌদি খুবই রক্ষণশীল। তবে আমরা মার্জিত সাঁতারের পোশাক দেখানোর চেষ্টা করেছি যেগুলো আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে। যখন আমরা এখানে এসেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে সৌদি আরবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ এবারই প্রথমবারের মতো এ ধরনের একটি আয়োজন করা হয়েছে দেশটিতে।









