Advertisements
পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দু’দেশের সীমান্তে শুক্রবার রাতভর গোলাগুলির ঘটনায় ৪ বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। তালেবানের মুখপাত্র অভিযোগ করেছেন, পাকিস্তানী বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আকস্মিক হামলা চালিয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, আফগান বাহিনী চামান সীমান্তে ‘অযৌক্তিকভাবে’ আগে গুলি করেছে।








