রাজধানীর বেইলি রোডে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবন থেকে তিনজনের লাশ উদ্ধার।
বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবন থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও আটকে পড়াদের মধ্যে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট এবং পরে আরও চারটি ইউনিটসহ মোট ১২টি ইউনিট কাজ করে।







