কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (২৭ ডিসেম্বর) শনিবার সকাল ৭টার দিকে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় জাহাজটিতে কোনো পর্যটক ছিলেন না। সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠার বিষয়টি তদারক করতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। ঠিক সে সময়ই জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেনি। যাত্রী বোঝাই অবস্থায় মাঝ সাগরে এমন ঘটনা ঘটলে বড় দুর্ঘটনা হতে পারত। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা আগুন নেভানোর চেষ্টা করছেন।









