রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে প্রায় দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস । বৈদ্যুতিক গোলযোগ বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে দমকল বাহিনী। ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, কম্বল, জামাকাপড়সহ প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও রাজনৈতিক দল। আগুনের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।








