Advertisements
মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার মানুষের তিলে তিলে গড়া সংসার। মঙ্গলবার রাতের আগুনের আতঙ্ক তাদের চোখে। যে ঘরগুলোতে ছিল জীবনের সংগ্রাম, ভালোবাসা, হাসিÑ সেগুলো এখন শুধু ধোঁয়ামাখা কাঠ, পোড়া টিন আর ভাঙা স্বপ্নের স্তূপ। এর মাঝে চলছে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমও। দ্রুত পর্যাপ্ত খাবারসহ ত্রাণ চাইছেন ক্ষতিগ্রস্তরা।








