সৌদি আরবে ভারতীয় ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনাগামী বাসটি একটি ডিজেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে যাত্রীদের বেশিরভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা।
ভারতের সংবাদ সংস্থা এএনআই জানায়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন। হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি জানান, বাসটিতে মোট ৪২ জন হজযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) আবু ম্যাথেন জর্জের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন। জর্জ তাকে জানিয়েছেন, দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। ওয়াইসি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।
দুর্ঘটনার পর জেদ্দায় ভারতীয় কনসুলেট একটি জরুরি হেল্পলাইন চালু করেছে। কনসুলেট তাদের এক্স (টুইটার) পোস্টে জানায়, মদিনার কাছে ভারতীয় ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনার পর কনসুলেট জেনারেল অব ইন্ডিয়া, জেদ্দায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।









