ময়মনসিংহের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর একটি কীটনাশক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ (২৯ নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
হেকিম বাংলাদেশ লিমিটেড নামে ওই কীটনাশক কোম্পানির এরিয়া ম্যানেজার জামাল উদ্দিন বলেন, গোডাউন থেকে আগুনের সূত্রপাত সেখানে কীটনাশক তৈরির মালামাল থাকতো।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিউর রহমান বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না।









