রাজধানীর হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দেওয়া হয়েছে। এতে দাউদাউ করে জ্বলছে টোলপ্লাজা। ফ্লাইওভারের কাজলা প্রান্তে এই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে আগুন দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। সেইসঙ্গে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়ে কোটা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সূত্রপাত হয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী।
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালি পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।









