জুনে হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের পরের আসর। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য নিজের পছন্দের একাদশ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সে দলে জায়গা হয়নি ডানহাতি অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথের।
৩৭ বর্ষী ফিঞ্চ ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের একাদশ প্রকাশ করার পর বিতর্ক তৈরি হয়েছে স্মিথকে বাদ দেয়ায়। স্মিথের পরিবর্তে দলে কে আসতে পারেন সে নামও জানিয়েছেন তিনি।
স্মিথের পরিবর্তে জশ ইংলিশকে দলে আনতে চাওয়া ফিঞ্চ বলেছেন, ‘প্রথমে থাকবে ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড। এরপর আসবে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল এবং তারপর জশ ইংলিশ। সে স্মিথের মতই ভূমিকা পালন করতে পারে কিন্তু ভালো ফিনিশার।’
ওই দলে আনার জন্য মার্কাস স্টয়নিস এবং ম্যাথু শর্টের ভাগ্য পরীক্ষা করতে চান। সেটা নির্ভর করছে কন্ডিশনের উপর। ‘তারপর স্টয়নিস এবং শর্ট থাকবে। ক্যারিবিয়ান উইকেট যদি স্পিন ধরে তাহলে শর্ট থাকবে অথবা অতিরিক্ত হিসেবে স্টয়নিস।’
পাওয়ার হিটার হিসেবে টিম ডেভিডকে দলে রাখতে চান। বোলিং হিসেবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা। ‘টিম ডেভিড থাকবে, যদিও সে ভালো ফর্মে নেই কিন্তু তার পাওয়ার হিটের যে ক্ষমতা সেটা অসাধারণ। তারপর আসবে চার বোলার। আমার মনে হয় সেটা বিশ্বের অন্যতম সেরা দল হবে।’
ফিঞ্চের একাদশ (অস্ট্রেলিয়া): ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মার্কাস স্টয়নিস অথবা ম্যাথু শর্ট, টিম ডেভিড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।







