বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের সমস্যা ছিল, আর্থিক ঘাটতি ছিল। সে সমস্যা থেকে বের হয়ে এসেছি। অর্থ ও জ্বালানি সংকট মিটেছে। আর সমস্যা হবে না। দিন দিন উন্নতির দিকে যাবে। আজ কোথাও লোডশেডিং নেই।
সোমবার ৬ মে সচিবালয়ে বিদ্যুৎ পরিস্থিতি ও লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিদের্শনা দিয়েছেন যেন গ্রামে লোডশেডিং না করা হয়। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সর্বোচ্চ তাপমাত্রা হবে এটা জানা ছিল না। একারণে সারাদেশে কিছু কিছু লোডশেডিং হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।









