সংশোধিত ভার্সনে মুক্তির অনুমতি পেল মেহেদী হাসান হৃদয় পরিচালিত ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মঙ্গলবার বিকেলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এর সনদ দেয়া হয়েছে ছবিটিকে।
‘বরবাদ’ নির্মাতা মেহেদী চ্যানেল আই অনলাইনকে জানান, সোমবার ‘বরবাদ’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এ জমা দেন। এদিন ছবিটি দেখে বোর্ড সদস্যরা কিছু পর্যবেক্ষণ দেন। আমরা এই ছবির সংশোধিত ভার্সন জমা দিলে পুনরায় বোর্ড সদস্যরা ছবিটিকে দেখে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছেন।
এরআগে সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও সংলাপে বোর্ডের ‘আপত্তি’র খবরে প্রতিবাদ জানান শাকিব খানের ভক্তরা। ভার্চুয়াল মাধ্যমের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে তারা দাবি তুলেন ‘বরবাদ’ আনকাট মুক্তির। এদিন সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধনও করেন শাকিয়ানরা।
এক দফা এক দাবি জানিয়ে তারা বলেন, যে কোনো মূল্যে কাটছাঁট ছাড়া ঈদে বড়পর্দায় ‘বরবাদ’ দেখতে চান। জোর দাবি তুলে স্লোগানও দেন। শাকিবিয়ানদের মতো ‘আনকাট’ বরবাদ দেখতে সমাজ মাধ্যমে সরব ভূমিকা পালনে করেন শোবিজ তারকারাও।
শুধু তাই নয়, ‘বরবাদ’ ছাড়াও যে ৪টি সিনেমা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে, সেই ছবি সংশ্লিষ্টরাও আনকাট ‘বরবাদ’ দেখতে সমাজমাধ্যমে নিজেদের অভিমত জানান! শেষ পর্যন্ত অনিশ্চয়তা কাটিয়ে ‘বরবাদ’ আসছে প্রেক্ষাগৃহে!
শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ।









