ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই। তাদের থামাতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন চুপ থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রয়টার্স জানিয়েছে, গতকাল ২ মে বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে বাইডেন বলেছেন, তিনি মনে করেন গণতন্ত্রে বিরোধিতা থাকবেই। কিন্তু বিরোধিতা মানেই সহিংসতা নয়। বিরোধিতা যেন বিশৃঙ্খলার দিকে না যায়।
বাইডেন জানান, যুক্তরাষ্ট্র স্বৈরাচারী দেশ না। তাই আমরা যাবতীয় বিরোধকে চুপ করিয়ে দেব না। আমরা এমন দেশ না, যেখানে আইনের শাসন চলে না। আমরা সভ্য দেশ, যেখানে শৃঙ্খলা বজায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের কোন স্থান নেই। ইহুদি পড়ুয়াদের ভয় দেখানো যাবে না, তাদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেওয়া যাবে না।
এদিকে এই বিষয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন ঘৃণা ও ইহুদিবিদ্বেষে কলুষিত হয়ে গেছে। আমরা আতঙ্কের সঙ্গে দেখেছি, ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণকে ন্যায্য মনে করা হয়েছে এবং তা উদযাপন করা হয়েছে।









