অবশেষে ফিফা বিশ্বকাপের আগেই আয়োজিত হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার এক ম্যাচের শিরোপা নির্ধারণী ফিনালিস্সিমা। চূড়ান্ত হলো সেই ম্যাচের দিন ও ভেন্যু। এর মধ্য দিয়ে মাঠের মহারণে দেখা যাবে স্পেন ও আর্জেন্টিনাকে। সুযোগ থাকছে স্প্যানিয়ার্ড তারকা লামিন ইয়ামালের সঙ্গে কিংবদন্তি লিওনেল মেসির প্রথমবার মুখোমুখি হওয়ার।
২০২৬ সালে নিরপেক্ষ ভেন্যুতে গড়াবে ম্যাচ। ফিফার দেয়া তথ্যে, কাতারের দোহার লুসাই স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে ম্যাচটির জন্য। খেলাটি মাঠে গড়াবে ২০২৬ সালের ২৭ মার্চ।
প্রথমে ২৮ মার্চ হওয়ার কথা থাকলেও সেটিকে একদিন পিছিয়ে নেয়া হয়। ফিফার গ্র্যান্ড ফাইনালটির আয়োজনে থাকছে নানা পরিকল্পনা। দুটি বড় দলের আগমনে অনুশীলনের প্রস্তুতি, সংবাদ সম্মেলনসহ সবকিছুর জন্য বড় মাত্রার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন একই সময়ে আন্তর্জাতিক উইন্ডোতে তাদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নিবে। ফিনালিস্সিমায় স্পেন সাদা ও আর্জেন্টিনা কালো অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবে।









