সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিটি নির্মাণ করেছেন বদরুল আনাম সৌদ। ছবিতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনী, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, এ কে আজাদসহ অনেকে। বৃহস্পতিবার সকালে শিল্পী ও নির্মাতারা ছবিটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন-এই সিনেমার গল্পের ভিন্নতা দর্শকদের ভিন্ন অনুভূতি দেবে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন সুবর্ণা মোস্তফা। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা বদরুল আনাম সৌদ।






