নদী, খাল ও জলাশয় ভরাট করে কোন স্থাপনা নির্মাণ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪র্থ ধাপে ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টার এবং পানি উন্নয়ন বোর্ডের ৮০টি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই ব-দ্বীপ অঞ্চলের উন্নয়নে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। আগামীতে সুযোগ পেলে দেশের স্বাস্থ্যখাতকে আরো উন্নত করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সরকারপ্রধান।






