Site icon চ্যানেল আই অনলাইন

আমি ভারতের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত: রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আজ সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণার পর তার প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, যে কোন মূল্য দিতে প্রস্তুত। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণার মাত্র এক দিনের মাথায় আজ শুক্রবার দুপুরে তাকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করেছে লোকসভা সচিবালয়।

রাহুল গান্ধী হিন্দিতে করা এক টুইটে বলেছেন, ‘আমি ভারতের জন্য লড়াই করছি এবং এর জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছি’।

রাহুল গান্ধী টুইটার পোস্ট

 

তিনি ভারতের কেরলার ওয়েনাডের লোকসভার সদস্য ছিলেন।

রাহুলকে লোকসভায় অযোগ্য ঘোষণার পর জরুরি বৈঠক ডেকেছে তার দল কংগ্রেস। এই বৈঠকে কংগ্রেসের স্টিয়ারিং কমিটি, সব রাজ্যের কংগ্রেসের সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে হাজির থাকতে বলা হয়েছে। বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে দলটি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও।

বৈঠক শেষে প্রিয়াঙ্কা গান্ধী তার ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। হিন্দিতে তিনি লিখেছেন, ‘এবার কমলার খোসা ছাড়াতে হবে’।

প্রিয়াঙ্কা গান্ধী ফেসবুকে স্ট্যাটাস

 

লোকসভা সচিবালয় রাহুল গান্ধীর নির্বাচনী এলাকা ওয়েনাডের আসন শূন্য ঘোষণা করেছে। নির্বাচন কমিশন এখন আসনটির জন্য বিশেষ নির্বাচনের ঘোষণা দিতে পারে। দিল্লিতে তাঁর সরকারি বাসভবন খালি করার জন্য রাহুল গান্ধী এক মাস সময় পাবেন।

কংগ্রেস অভিযোগ করেছে, এই পদক্ষেপের পিছনে রয়েছে ষড়যন্ত্র। তারা দাবি করেছে, রাহুল গান্ধী সরকারের জন্য কঠিন প্রশ্ন উত্থাপন করার কারণে তাকে চুপ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে বিজেপি এই পদক্ষেপকে ‘বৈধ’ বলে অভিহিত করেছে এবং বলেছে, একটি স্বাধীন আদালত তার মন্তব্যের জন্য বিচারিক রায় দিয়েছে। তারা দাবি করেছে, তিনি সমগ্র অনগ্রসর সম্প্রদায়কে অপমান করেছেন।

Exit mobile version