মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ক্যালিফোর্নিয়ার লেমুর নৌঘাঁটির কাছে কৃষি এলাকায় বিধ্বস্ত হয়েছে। ঘটনার সময় পাইলট সফলভাবে ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।
আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ফ্রেসনোতে লেমুর নৌঘাঁটির কাছাকাছি সমতল ও খোলা একটি কৃষিভিত্তিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে। স্থানীয় একটি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) ইউনিট পাইলটকে সহযোগিতা করেছে এবং অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে নিশ্চিত করেছে ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিস।
দুর্ঘটনাকবলিত বিমানটি নতুন পাইলট ও বিমানকর্মীদের প্রশিক্ষণের কাজে ব্যবহার হতো। প্রায় ১০ কোটি মার্কিন ডলার মূল্যের এফ-৩৫সি মডেলের যুদ্ধবিমান এই নিয়ে চলতি বছর দ্বিতীয়বার বিধ্বস্ত হলো। এর আগে জানুয়ারিতে দুর্ঘটনার কবলে পড়ে আরেকটি বিমান, তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।









