২০২৬ ফিফা বিশ্বকাপের ড্রয়ের পর নির্ধারণ করা হয় টিকিটের মূল্য। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসতে চলা আসরের জন্য অন্তত ৪০০০ থেকে ৭০০০ মার্কিন ডলার খরচ করে কিনতে হবে টিকিট। এতে বেশ সমালোচনার মুখে পড়ে ফিফা। সেসব বিবেচনায় এক নতুন স্তরের টিকিট মূল্য প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা, যার বাজার মূল্য ৬০ মার্কিন ডলার, তবে সবার জন্য নয় সেই টিকিট।
বিশ্বকাপ টিকিটের অত্যধিক দামের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান সমর্থকরা। এরপর ফিফা নতুন সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার ঘোষণা করেছে, প্রতিটি খেলার ও বিশেষভাবে দলের সমর্থকদের জন্য টিকিটের একটি নতুন স্তর তৈরি করা হয়েছে। ফাইনালসহ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে টিকিটের সেই দাম সীমাবদ্ধ।
নতুন মূল্য নির্ধারিত টিকিটগুলো অংশগ্রহণকারী দেশগুলোর ফেডারেশনের কাছে বিতরণ করা হবে। শর্ত হচ্ছে, শুধু সেসব দেশের অনুগত দর্শকরাই সেই টিকিট কিনতে পারবেন। প্রতিটি ম্যাচের জন্য মোট টিকিটের ৪ শতাংশ হবে এই কম দামের টিকিট।
২০২৬ বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর দর্শক ধারণক্ষমতা অনেক বেশি, সেদিক চিন্তা করে প্রতি ম্যাচে ১০০০ টিরও বেশি টিকিট উভয় দলের সমর্থকদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
ফিফা জানিয়েছে , দলের সমর্থকদের জন্য ৮ শতাংশ টিকিটের মতোই এ টিকিটের বিতরণ প্রক্রিয়াটি অংশগ্রহণকারী দেশের ফেডারেশন নিয়িন্ত্রণ করবে। ফিফা বিষয়টি নিশ্চিত করার জন্য ফেডারেশনগুলোর কাছে অনুরোধ করেছে, টিকিটগুলো যেন বিশেষভাবে তাদের জাতীয় দলের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত অনুগত ভক্তদের হাতেই পৌঁছায়।









