সময় যত ঘনিয়ে আসছে, বিশ্বকাপের ঘণ্টার আওয়াজ তত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে উম্মাদনাও। ইতিমধ্যে অঞ্চলগুলো থেকে বাছাইপর্ব খেলে টিকিট নিশ্চিত করেছে দেশগুলো। বাকি শুধু ইউরোপিয়ান প্লে-অফ ও ফিফা প্লে-অফ টুর্নামেন্ট থেকে আসা ছয় দলের দেখা পাওয়া। এবারই ৪৮ দলের প্রথম বিশ্বআসর বসবে। ড্র হবে ৫ ডিসেম্বর। তার আগে ঠিক হয়েছে কে কোন পটে থাকবে।
ফিফার তথ্যে, ড্রয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে টেনিস ব্রাকেটের মতো রাখা হবে। তাদের কাউকে সেমিফাইনালের আগে একে অপরের বিপরীতে দেখা যাবে না। ড্রয়ের আগে প্রত্যেক পটে ১২টি করে দেশকে রাখা হচ্ছে।
প্রথম পটে রাখা হবে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে। ড্রয়ে তিন আয়োজককে তিন রঙের আলাদা বলে রাখা হবে। মেক্সিকো (সবুজ বল), কানাডা (লাল বল) ও যুক্তরাষ্ট্র (নীল বল)। র্যাঙ্কিংয়ের বাকি সেরা ৯ দলকে রাখা হবে একই রঙয়ের বলে।
তার পরের র্যাঙ্কিং সেরা ২৪ দেশ থাকবে পট ২ ও ৩এ। পট ৪এ থাকবে প্লে-অফ জয়ী ৬ দেশ। আরও থাকবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ৬ দেশ।
দেখে নেয়া যাক ড্রয়ে কোন দেশ কোন পটে থাকছে
পট ১
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম।
পট ২
ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান , সেনেগাল, ইরান, সাউথ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।
পট ৩
নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড,প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, সাউথ আফ্রিকা।
পট ৪
জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ অফের এ, বি, সি, ডি ও ফিফা প্লে-অফ টুর্নামেন্টের ১ ও ২।
২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। ড্রতে চার পট থেকে ১২টি গ্রুপে দেশগুলোকে ভাগ করে দেয়া হবে। আর ৬ ডিসেম্বর জানা যাবে ম্যাচগুলোর কিকঅফ টাইম ও ভেন্যু।









