গত সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগে লিচেনস্টাইনকে ১-০তে হারিয়েছিল সান মারিনো। দেশটির ফুটবল ইতিহাসে সেই জয়টির জন্য অপেক্ষা করতে হয়েছে ২০ বছর। সেটি ছিল দ্বিতীয় জয়। এবার ৩৪ বছরের অপেক্ষা শেষে প্রথমবার প্রতিপক্ষের মাঠে জয় পেয়েছে সান মারিনো। প্রতিপক্ষ সেই লিচেনস্টাইনই।
উয়েফা নেশনস লিগে সোমবার রাতে লিচেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়েছে সান মারিনো। গত সেপ্টেম্বরে লিচেনস্টাইনকে হারিয়েই জয় পাওয়ার পর আবারও ফিরে গিয়েছিল হারের বৃত্তে। এবার তারা তুলে নিয়েছে ঐতিহাসিক আরেক জয়।
ফুটবল ইতিহাসে ২১১ ম্যাচ খেলেছে বিশ্ব মানচিত্রে ইতালির মাঝখানে একটি ছোট দেশ সান মারিনো। হেরেছে ১৯৮ ম্যাচে। ড্র ১০ ম্যাচে, আর জয় ৩ ম্যাচে। শেষ জয়টা এসেছে সোমবার রাতে। নিজেদের ১০১তম অ্যাওয়ে ম্যাচে এসে ৯৬ হার আর ৪ ড্রয়ের পর প্রতিপক্ষের মাঠে এমন প্রথম এক জয় পেয়েছে দেশটি।
সবমিলিয়ে হিসেব করলে, ২১০ ম্যাচ আর ৩৪ বছরের অপেক্ষা শেষে এবারই প্রথম প্রতিপক্ষের মাঠে জয় পেল দলটি। আগের দুই জয়ই ছিল ঘরের মাঠে। এবারই প্রথম কোনো এক ম্যাচে ৩ গোল করতে পারল দেশটি। দ্বিতীয়বার একাধিক গোলের দেখাও পেল। ফিফা র্যাঙ্কিংয়ের ২১০তম দলটির জন্য বড় পাওয়ার এক রাত ছিল।









