ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হয়েছে ইতালি। নির্ধারিত সময়ে গোলশূন্য পার হলে টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে দুটি শট ঠেকিয়ে দেন আজ্জুরিদের গোলরক্ষক। পেনাল্টিশুটে ৪-২ ব্যবধানে জেতে ইতালি।
কাতারের অ্যাসপায়ার জোনে ম্যাচের ১৪ মিনিটে ফের্নান্দেস শ্যাভেস টেক্সেইরা দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, তাতে লাল হয়ে মাঠ ছাড়েন, ১০ জনে পরিণত হয় ব্রাজিল। ম্যাচের ৬৩ মিনিটে ফেলিপ মোরাইস ইতালির জালে বল পাঠান, ভিএআর সেটি অফসাইড ঘোষণা করে।
৬৮ মিনিটে পেনাল্টি পায় ইতালি, সেবারও বাধা হয়ে দাঁড়ায় ভিএআর, রেফারি তুলে নেন সেই পেনাল্টি। পুরো ম্যাচে কোন দল জালের দেখা না পেলে গোলশূন্যে শেষ হয় নির্ধারিত সময়।
টাইব্রেকারে গেলে প্রথম দুই শটে গোল করে ব্রাজিল এবং ইতালি। তৃতীয় শটে দুদলই ভুল করে বসে, ইতালির আন্দ্রেয়া লুংগোইয়ের নেয়া শট পোস্টে লাগে। ব্রাজিলের লুইস ফেলিপের শট ঠেকিয়ে দেন ইতালি গোলরক্ষক আলেসান্দ্রো লংওনি।
চতুর্থ শটে ইতালি জালের দেখা পেলেও লুইস গুয়েদেসের শট ফের ঠেকিয়ে দেন লংওনি। শেষ টাইব্রেকারে ইতালি জালের দেখা পেলে জিতে যায় আজ্জুরিরা।









