চলছে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর, বুধবার যার গন্তব্য ঢাকা। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে বসতে চলা ২০২৬ ফুটবল মহাযজ্ঞ সামনে রেখে বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে ট্রফি। এখন আছে ভারতে। ঢাকায় সোনালি ট্রফির সাথে আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী গিলবের্তো সিলভা।
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে আছে বিশ্বকাপ ট্রফি। চতুর্থবারের মতো বুধবার সকাল ১০টায় গিলবের্তো সিলভার সঙ্গে বাংলাদেশে আসবে এটি। দুপুর থেকে নির্বাচিত কিছু দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে।
সর্বপ্রথম ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি এসেছিল বাংলাদেশে। ২০১৩ সালে এবং সবশেষ ২০২২ সালে বাংলাদেশে আনা হয়েছিল এই ট্রফিকে।
৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের ট্রফি ট্যুর চলছে। গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১টি ফিফা সদস্য দেশের ১৮২টিতে ভ্রমণ করেছে।
২০২৬ ফিফা বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবার আয়োজন হবে তিন দেশে, যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয়। ৪৮ দলের আসরে হবে ১০৪ ম্যাচ।









