২০২৫ সালে ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য ১২ ভেন্যুর নাম জানিয়েছে ফিফা। নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল হবে। ফাইনাল ১৩ জুলাই, আসর শুরু ১৫ জুন থেকে। শনিবার সব তথ্য জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ভেন্যুগুলো হল- আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, সিনসিনাটির টিকিউএল স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়াম, মিয়ামির হার্ড রক স্টেডিয়াম, টেনেসির গুইডিস পার্ক, ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডোর ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড, সিয়াটলের লুমেন ফিল্ড এবং ওয়াশিংটন ডিসির অডি ফিল্ড।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে বলেছেন, ‘পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং ২০২৫ সালে ক্লাব ফুটবলের জন্য একটি নতুন যুগের সূচনা হবে। ফিফা মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভালো, সর্বাধিক অন্তর্ভুক্তিমূলক এবং যোগ্যতাভিত্তিক বিশ্ব ক্লাব প্রতিযোগিতার আয়োজন করবে।’
‘ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এ ১২টি দুর্দান্ত স্টেডিয়াম আয়োজন করবে, যেখানে বিশ্ব ফুটবলের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা হবে। বিশ্বের ৩২টি সেরা ক্লাবের দুর্দান্ত সমন্বয়ে এ আসর অনুষ্ঠিত হবে।’
আসরের ড্র হবে ডিসেম্বরে। সাউথ আমেরিকা থেকে একটি ক্লাব এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরেকটি ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে। সবশেষ আসরের চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।









